ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন ৪ সৌদি নাগরিক

চুনতিতে মাইক্রো দুর্ঘটনা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৪ সৌদি নাগরিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৫ জনের মধ্যে কেউ হতাহত হয়নি। ৪ যাত্রীর সকলে সৌদিয়া আরবের নাগরিক। একটি ফাউন্ডেশনের প্রতিনিধি হয়ে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ মৌসুমে লবণবাহী গাড়ি থেকে নিঃসৃত পানির কারণে সন্ধ্যার পর থেকে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। যার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী গাড়ি পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে দুদকের এনফোর্সমেন্ট শুরু
পরবর্তী নিবন্ধবিদেশি বিনিয়োগকারীদের নিয়ে দেশে আসুন