ভর্তি পরীক্ষা চুয়েটে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আসন্ন স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে গতাকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সমন্বয় সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা) আনিসুজ্জামান খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি বঙ্গবন্ধু চেয়ারের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা প্রত্যাশা মেয়রের