চবি বঙ্গবন্ধু চেয়ারের মতবিনিময় সভা

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:১৪ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর উদ্যোগে আগামী এক বছরের প্রাথমিক কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে চবি ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রফেসর ড. মুনতাসীর মামুন প্রাথমিক এ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ড. নাসির উদ্দিন, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে। এ প্রাণচাঞ্চল্য অব্যাহত রাখতে এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ক্লাসমুখী করা সহ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরার ব্যাপারে প্রফেসর ড. মুনতাসীর মামুন যে কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে ঢাকা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধভর্তি পরীক্ষা চুয়েটে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা