বড় বার্তা নিয়ে আসছে ‘পদ্মাপুরান’

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

পদ্মা পাড়ের মানুষের জীবনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পদ্মাপুরান’। এই চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতা রাশিদ পলাশের প্রথম বড় পর্দায় নাম উঠতে যাচ্ছে। যদিও এর আগে ‘নাইওর’ তার নির্মিত প্রথম চলচ্চিত্র। সেটি এখনও মুক্তি পায়নি। তাই এই সিনেমাকেই বলা যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র। বহু প্রতীক্ষার পর গেলো মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত পদ্মাপুরান। আগামী ৮ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ‘পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছি আমরা। পুরো টিমের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনভাবেই এ অসাধ্য সাধন সম্ভব হতো না। গেলো মাসে ‘পদ্মাপুরান’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৮ অক্টোবর ঢাকাসহ দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি, নদী পাড়ের এই সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে আসবেন। কারণ এটা আমাদের সিনেমা, আমাদেরই গল্প। তিনি আরও জানান, দর্শকরা সব সময় নতুন এবং অন্যরকম গল্পের ছবি চায়।

পূর্ববর্তী নিবন্ধকথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী!
পরবর্তী নিবন্ধএবার রাবেয়া হয়ে আসছেন পরীমনি