সাতকানিয়া থেকে অপহৃত ব্যবসায়ী ঈমাম হোসেনকে (৩০) বাঁশখালীর খানখানাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় তিনি মুক্তি পান। তবে নিজেকে বাঁচাতে ১০টি বিকাশ নম্বরে আড়াই লাখ টাকা মুক্তিপণ দিলেও এখনো আটক করা সম্ভব হয়নি অপহরণকারীদের। ঈমাম হোসেন ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঞ্চারামপুর এলাকার আক্কাস মিয়ার পুত্র। তিনি জানান, সাতকানিয়ার এক ব্যবসায়ী থেকে তিন মাস আগে একটি ট্রাক কিনেন তিনি। গাড়িটির কাগজপত্র তার নামে ছিল না। ফলে কিছুদিন আগে ট্রাকটি আটক করে আনোয়ারা থানা পুলিশ। পরে ট্রাক চালক আল আমিন গাড়ি রেখে ব্রাক্ষণবাড়িয়া চলে যায়। গত বৃহস্পতিবার ঈমাম হোসেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানা থেকে গাড়িটি বের করেন। গাড়িটি গ্যারেজে নিতে অপরিচিত এক চালকের সহযোগিতা নেন তিনি। তারপর ঘটে বিপত্তি। ওই চালক তাকে সাতকানিয়া থেকে নিয়ে যায় বাঁশখালীর দিকে। গভীর রাতে তাকে ট্রাক থেকে নামিয়ে খানখানাবাদের মেশিনঘরে আটকে রেখে শুরু করে নির্যাতন। পরে পরিবারের কাছে টেলিফোন করে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।
গত শুক্রবার রাতে সিএনজিতে একস্থান থেকে অন্যস্থানে নেওয়ার পথে অপহরণকারীদের ধাক্কা দিয়ে গাড়ির বাইরে চলে আসেন ঈমাম হোসেন। সে সময় স্থানীয় জিয়াউর রহমান, ইসমাঈল তাকে খানখানাবাদের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরীর কাছে নিয়ে যায়। তিনি বিষয়টি অবগত হয়ে পুলিশকে জানান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে অপহরণের স্থান সাতকানিয়া হওয়ায় মামলাটি কোন থানায় হবে-তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না।