ব্যবসায়ীরা অধিক মুনাফা আদায়ের কৌশল নিচ্ছে কিনা দেখতে হবে

বাগোয়ান ইউনিয়নে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রজমান মাসকে পূজি করে কোনো ব্যবসায়ী যাতে অধিক মোনাফা আদায়ের কৌশলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

এই রমজানে যার যার এলাকার দুস্থ প্রতিবেশিদের সাধ্যমত সহায়তা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি পরামর্শ দেন তিনি। আ.লীগ নেতা আজিমুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন অভির সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহকারি পুলিশ সুপার আবুল হাসেম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, সৈয়দ মোজাফ্‌ফর হোসেন, জাফর আহমদ, আনোয়ার পাশা, মঞ্জুর হোসেন, জসিম উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডিভাইন ইনটিমেটসের কারখানা পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধনন্দনকানন তুলসীধামে তিরোধান উৎসব