সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এমবিএ স্প্রিং সেমিস্টার-২০২১ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান। বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় আয়োজিত নবীনবরণে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রফেসর ড. সালেহ জহুর, প্রফেসর ড. শওকতুল মেহের ও বিভাগের শিক্ষকবৃন্দ। করোনা মহামারির বর্তমান প্রেক্ষাপট নিয়ে ক্যারিয়ার ইন চেঞ্জিং ওয়ার্ল্ড অ্যান্ড গোল সেটিংস বিষয়ক আলোচনা করেন প্রফেসর সরওয়ার জাহান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা। সমাপনী বক্তব্যে প্রফেসর ড. ইসরাত জাহান অনলাইনে যুক্ত সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।