বোয়ালখালী উপজেলার ফুলতল বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় ২ (দুই) কোটি টাকা মূল্যের দশ শতক খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী উচ্ছেদ অভিযান পরিচালনা করে উক্ত জমি সরকারের দখলে আনেন। জানা যায়, উপজেলার পশ্চিম গোমদন্ডী মৌজার বি এস ১নং খাস খতিয়ানভুক্ত ৯৪৩৮নং দাগের ১০(দশ) শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। স্থানীয় প্রভাবশালী মহল সে জায়গায় দোকান নির্মাণ করে ভাড়ায় দেয়। যা বাজার এলাকায় তীব্র যানযটের অন্যতম কারণ ছিল। উপজেলা প্রশাসন উচ্ছেদ শেষে কাঁটাতারের বেড়া দিয়ে দখল সুসংহত করায় জনমনে প্রশান্তি ফিরে আসে। উচ্ছেদ কাজে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় পৌরসভা, বোয়ালখালী থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, ফুলতল চৌরাস্তায় সরকারের মূল্যবান জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী উচ্ছেদ কাজে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান এবং সরকারি খাস জমি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।