বোয়ালখালীতে মার্কেটের গোডাউনে আগুন

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে জব্বার মার্কেটের একটি গোডাউনে আগুন লেগেছে। গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলা সদরস্থ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বিয়ে বাজারের গোডাউনে আগুন লাগে বলে জানান কর্মচারীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ে বাজারের কর্মচারী মো. লোকমান হোসেন বলেন, গোডাউনে আগুন দেখার সাথে সাথে আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিয়ে বাজারের পরিচালকদের সাথে কথা বলে জানা যায়, গোডাউনে ৫৭ লাখ টাকার মালামাল ছিল। ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুকুর পুচ্চুনের জন্য প্রতিবাদ
পরবর্তী নিবন্ধপাট রপ্তানি আয়ের উৎস হতে পারে