মার্কিন প্লেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং বিরুদ্ধে আদালতে প্রমাণ সরবরাহকারী বা হুইসেল ব্লোয়ার জন বারনেটকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বারনেট বোয়িংয়ের সাবেক কর্মী। তিনি ২০১৭ সালে বোয়িং থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ৩২ বছর চাকরি করেছেন। বারনেটের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বোয়িং। খবর বাংলানিউজের।
চার্লস্টন কাউন্টি কর্তৃপক্ষ বিবিসিকে বারনেটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে ৬২ বছর বয়সী এই ব্যক্তি ৯ মার্চ আত্মহত্যা করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ২০১০ সাল থেকে বারনেট বোয়িংয়ে নর্থ চার্লস্টন প্ল্যান্টে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন, যেখানে ড্রিম লাইনার ৭৮৭ তৈরি করা হত।