বোয়ালখালীতে বালুবাহী ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন নামের দুইজন নিহত হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার চাঁদপুর জেলার বেরকোঠা ৯নং ওয়ার্ড আয়াত আলী মেম্বারের বাড়ির মকবুল হোসেনের ছেলে এবং মিজানুর রহমান লালখান বাজার মতিঝর্ণা দামপাড়া এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে। দেলোয়ার পেশায় একজন সিএনজি অটোরিক্সাচালক ও মিজান পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান তার আত্মীয় স্বজন।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।