বোধনের আবৃত্তি অনুষ্ঠান জাগাও প্রাণের সুপ্ত শক্তি

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে গত ১৫ অক্টোবর জাগাও প্রাণের সুপ্ত শক্তির ৪২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রণব চৌধুরীর সঞ্চালনায় বোধনের আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করেন, আল ইমরান, শহীদুল ইসলাম পাপ্পু, তারমিন পুষ্পা, দেবলীনা চৌধুরী ও হিমানী মজুমদার। অনুষ্ঠানে শহীদুল ইসলাম পাপ্পু আবৃত্তি করেন রতন দাস, শঙ্খ ঘোষ, ঘোষণা ১৯৮৪, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, রূপক চক্রবর্তীর কবিতা। আল ইমরান পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শুভ দাশগুপ্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। পুষ্পা আবৃত্তি করেন মোহন রায়হান, নির্মলেন্দু গুণ, সুবোধ সরকার, রামচন্দ্র পালের কবিতা। দেবলীনা চৌধুরী আবৃত্তি করেন, ভবানীপ্রসাদ মজুমদার, সব্যসাচী দেব, হুমায়ুন আজাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। হিমানী মজুমদার আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, রুদ্র গোস্বামী, সৌমেন অনন্ত, সাদাত হোসাইনের কবিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত কুমার শানু
পরবর্তী নিবন্ধমহামুনি আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন চীবর দান