বৈশ্বিক সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে

অভিরাজ নাথ | শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

আমাদের চারপাশের উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি, বায়ু, জড়বস্তু, জৈব-অজৈব পদার্থ সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের জানামতে এখন পর্যন্ত একমাত্র পৃথিবীতেই মানুষের বসবাসের উপযোগী পরিবেশ রয়েছে। কিন্তু মানুষের নির্বিচার কর্মকাণ্ডের জন্য ক্রমশই পৃথিবীর পরিবেশ দূষিত হয়ে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। কল-কারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার, বনাঞ্চল নিধন, জৈব বর্জ্যের পচন প্রভৃতি কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। শিল্পকারখানার বর্জ্য, মিউনিসিপাল বর্জ্য, মেডিকেল বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক প্রভৃতি নদী, খাল-বিলের পানিকে দূষিত করে তুলছে। দখলে-দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের নদী ও অন্যান্য প্রাকৃতিক জলাশয়গুলি। এর ফলে পৃথিবীর জলজ পরিবেশ বিনষ্ট হচ্ছে। ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র। মানুষসহ অন্যান্য প্রাণীরা আক্রান্ত হচ্ছে নানা জটিল ও কঠিন রোগে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সংকট অনেক তীব্র হয়েছে।এই বৈশ্বিক সমস্যা মোকাবিলায় আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা এখন সময়ের দাবী।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক-এ আমরা কী লিখতে পারি আর পারি না
পরবর্তী নিবন্ধডেলিভারি রোগীদের বাঁচানোর চেষ্টা করুন