বৈশাখী মেলা সরোয়ার রানা | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ বছরের শুরুতেই বৈশাখী মেলা আলোড়ন তোলে ভাই সাথে বলি খেলা। বিকিকিনি হরদম দিন আর রাতে যার যেটা প্রয়োজন তুলে নেয়ে হাতে। বলিদের হাঁকডাকে উত্তাপ বাড়ে বৈশাখী মেলা তাই শুধু মন কাড়ে। কতো সুর কানে বাজে কত শত মুখ আনন্দে মেতে ওঠে লাগে বড় সুখ।