বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যকরী কমিটির সভা ও শপথগ্রহণ গত ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সভাপতি নারায়ন কান্তি দাশের সভাপতিত্বে সভার শুরুতে গীতাপাঠ করেন ড. শ্রীপতি দাশ। পরিষদের সভাপতি খোকন দাশ ও সাধারণ সম্পাদক রঞ্জন দত্তের সঞ্চালনায় সভায় আশীর্বাদক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বিপিপি দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা অ্যাড. উত্তম দত্ত উদ্বোধক ছিলেন ব্যাংকার শম্ভুনাথ দাশ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার উপদেষ্টা সুগ্রীব মজুমদার বিশেষ অতিথি ছিলেন অরুন কান্তি মল্লিক, সহ-সভাপতি ডা. নারায়ন চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট নিরঞ্জন কুমার চৌধুরী, অ্যাডভোকেট অসিত কুমার দত্ত, অ্যাডভোকেট খোকন আইচ বক্তব্য রাখেন বিকাশ চন্দ্র দে, উত্তম কুমার দত্ত, উৎপল দত্ত, পংকজ রুদ্র আশীষ পালিত, সঞ্জয় দাশ, রুপন শীল, রাতুল দাশগুপ্ত, লিটন কান্তি দশ, এডিসন দাশ, সজল দাশ, অ্যাডভোকেট সুমিত কুমার দত্ত, সুহৃদ বরণ দাশ, মিশন দত্ত,রাজীব কান্তি পাল, বাসু কুমার দে, ছোটন দত্ত, সৌরভ কারন, অ্যাড. মিন্টু দত্ত মিতা, দোলন কান্তি দাশ, রাজীব ভৌমিক, সজীব চৌধুরী, রাজেশ্বর চৌধুরী, সৈকত পালিত,রাসেল দাশ, শ্যামল দেব প্রমুখ। সভায় নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।