শ্রমিক কল্যাণ ফান্ড থেকে ঋণ চায় পোশাক মালিকরা

বিজিএমইএ কার্যালয়ে মতবিনিময় সভা

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, বিশ্বব্যাপী চলমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে পোশাক শিল্প বর্তমানে সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। প্রধানমন্ত্রীর এই দুর্যোগকালে স্বল্প সুদে ঋণ প্রনোদণাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে রপ্তানিমুখী শিল্প খাত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পোশাক শিল্পের প্রতিটি রপ্তানি চালানের বিপরীতে শ্রমিক কল্যাণে ফান্ডে ০.০৩ শতাংশ হারে জমা প্রদান করা হচ্ছে। উক্ত ফান্ড থেকে সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রামস্থ পোশাক শিল্প মালিকদের অস্তিত্ব রক্ষার্থে যাতে ঋণ হিসাবে নেওয়া যায় সে বিষয়ে ডিআইডির ভূমিকা রাখতে হবে। গতকাল রবিবার বিকাল ৩টায় বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয় সম্মেলন কক্ষে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ্‌্‌ আল সাকিব মুবাররাতের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, করোনাকালে যে সকল শ্রমিক চাকরিচ্যুত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক তাদের কল-কারখানা অধিদপ্তরের মাধ্যমে ৩ মাসের বেতন-ভাতা প্রদানের জন্য শ্রতিশ্রুতি দিয়েছে। শ্রমিকরা উক্ত সুবিধা সহজে পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নব-নিযুক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ্‌্‌ আল সাকিব মুবাররাত বলেন- মালিকদের চাহিদা কারখানায় উৎপাদন কার্যক্রম সচল থাকুক। শ্রমিকদের চাহিদা সময়মত বেতন। মালিক-শ্রমিক কোন ধরনের সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান পূর্বক কারখানার সুষ্ঠু কর্মপরিবেশ বজায় থাকুক তা সরকারের প্রত্যাশা। কারখানায় শ্রমিক অসন্তোষসহ কোন ধরণের সমস্যা সৃষ্টি হলে যাচাই-বাছাই পূর্বক বিজিএমইএর সাথে আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। পোশাক শিল্প কারখানার লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি এ. এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ মোহাম্মদ মুসা, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফ উল্লাহ মনসুর, কো-চেয়ারম্যান মোহাম্মদ তসলিম, শিপন চৌধুরী, ইঞ্জিঃ শরীফ আহমেদ আজাদ, ডাঃ বিশ্বজিৎ রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈদিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে লায়ন্স ক্লাবের করোনা প্রতিরোধী সামগ্রী প্রদান