বেশি ক্ষতিগ্রস্ত সড়ক অগ্রাধিকার ভিত্তিতে মেরামত হবে

প্যাচ ওয়ার্ক পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন বলেন, সড়ক মেরামত, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশনের মূল কাজ। এতে ব্যত্যয় ঘটলে নাগরিক ভোগান্তি বাড়ে। তাই সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মাচারী এই বিষয়ে সার্বক্ষণিক সতর্ক হতে হবে। গতকাল শুক্রবার সকালে নগরীর সিডিএ অ্যাভিনিউস্থ সানমারের সম্মুখে প্যাঁচ ওয়ার্ক পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ধারণক্ষমতার বেশী ওজনের যানবাহন চলাচল করে। বিশেষ করে বন্দরের আমদানি-রপ্তানি মালামাল পরিবহনকারী ট্রাক, কভার্ডভ্যান, ট্রেইলরগুলো ধারণ ক্ষমতার দ্বিগুণ মালামাল বহন করার ফলে রাস্তাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষকে সচেতন হতে হবে। সিটি কর্পোরেশনের সড়কগুলোর ধারণ ক্ষমতা বাড়াতে তাদেরও দায়দায়িত্ব রয়েছে। চসিকে তাদের তহবিল হতে এক শতাংশ প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা রয়েছে তা পালনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচেষ্ট হলে সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেবার পরিধিও বাড়বে।
ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, যেসব রাস্তা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে এবং এই কার্যক্রম চলামান থাকবে। এই সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক, সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলামসহ সড়ক পর্যবেক্ষকগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেলতে গিয়ে দেয়াল ধসে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদুই ভাইয়ের ১৮ বছরের ভিওআইপি ব্যবসা