বেপরোয়া বাসের ধাক্কায়

প্রাণ গেল যুবকের, আহত ৭ শাহ আমানত সেতু এলাকায় দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরীর শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনের চলন্ত একটি বাসের ধাক্কায় প্রাণ গেল মো. শহিদুল ইসলাম নামে এক যুবকের। সে অপর একটি মিনিবাসের হেলপার ছিলেন। সে কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকার বশির আহমদের ছেলে। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৭ জন আহত হয়েছেন। তারা হলেন, আতিয়া রহমান, রাব্বি আহমেদ, রবিউল আলম, মো. হেলাল উদ্দিন, দীপঙ্কর দে, আবদুল মান্নান ও বিপ্লব দাস।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছিল হানিফ পরিবহনের একটি বাস। একপর্যায়ে শাহ আমানত সেতু এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকসা, মিনিবাস ও মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় এবং ২৬, ২৭ ও ২৮ নম্বর ওযার্ডে ভর্তি করানো হয়। এর মধ্যে মো. শহীদুল ইসলাম নামের এক যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাত থেকে সাগরে ২২ দিন মাছ ধরা নিষেধ
পরবর্তী নিবন্ধআমাদের কিছু করার সাহস মিয়ানমারের নেই : পরিকল্পনা মন্ত্রী