বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি ‘প্রমাণহীন অভিযোগের উপর নির্ভর করে’ তৈরি করা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তাপুষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওর ধারণাও এতে ফুটে উঠেছে এবং বেশ কিছু ‘বেনামি উৎস’ রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা ‘২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে গিয়ে মানবাধিকার পরিস্থিতি ‘বড় রকমের উন্নতি’ হওয়ার দাবি এতে বলা হয়, ‘সরকারের এসব উন্নতি ও অর্জন দুঃখজনকভাবে প্রতিবেদনটিতে স্বীকার করা হয়নি। ‘অন্যদিকে, বিচ্ছিন্ন ও ভিত্তিহীন অভিযোগগুলোকে পদ্ধতিগত প্রবণতা হিসেবে তুলে ধরার ধারা বজায় রাখা হয়েছে।’ যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ২০২৩ সালেও ‘বড় কোনো পরিবর্তন’ দেখা যায়নি।