চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমদ কায়েম কয়েক মাস বেতন না পাওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছেন। আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে বেতন পাননি বলে এক টুইটার পোস্টে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
কর্তৃপক্ষের কাছে পাঠানো ১ জানুয়ারি দেওয়া একটি চিঠিতে, যা টুইটারেও পোস্ট করা হয়েছে, কায়েম জানান, তাদের দূতাবাসের অনেক কূটনীতিক ইতোমধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন আর আগস্টের পর থেকে কাবুল তাদের কোনো বেতন পাঠায়নি। চাকরি ছাড়ার বিষয়ে তিনি বলেছেন, ব্যক্তিগত ও পেশাগত অনেক কারণ আছে, কিন্তু আমি এখানে সেগুলো উল্লেখ করতে চাই না।