বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের জন্য ৫ জন নারীকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস, পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন গবেষক ড. সারিয়া সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে অবদান রাখায় মনোনীত হয়েছেন। খবর বাসসের। পদকপ্রাপ্তরা প্রত্যেকে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে। খবর বাসসের।
আগামীকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া পদক প্রাপ্তরা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নিকট থেকে সম্মাননা পদক গ্রহণ করবেন।