ঢাকার মতো চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোকের ছায়া পড়েছে। গতকাল তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন,বাংলাদেশ ক্রিকেট বোর্ড,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশন শোক জানিয়েছে। বিপিএলর গতকালের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এছাড়া নারী ফুটবল লিগের খেলা এবং ফেডারেশনের কাপের খেলা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামে জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে দলীয় চেয়ারপার্সনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নিরবতা পালন করা হয়। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কর্মকর্তাবৃন্দ ও জিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা স্থগিত করা হয়। গতকাল ওই সময় মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা কালো ব্যাজ ধারন করে ১ মিনিট নিরবতা পালন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষ থেকে সভাপতি শাহজাদা আলম গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্র পরিচালনায় তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শোক প্রকাশ করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি হাসিব আজিজ পুলিশ কমিশনার, সিএমপি। সিনিয়র সহ–সভাপতি সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) মো. হুমায়ুন কবির, সহ–সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, ইবাদুল হক লুলু, ওসমান গনি মনসুর। আরও শোক প্রকাশ করেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহমেদ প্রমুখ। শোক প্রকাশ করেছেন আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের চেয়ারম্যান কে.এম ইমরান এমি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন চৌধুরী রুবেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’।
তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন।’ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ টি–টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
এদিকে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’ তিনি আরও লিখেছেন, ‘তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’











