জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সমপ্রতি ঈদের বিশেষ নাটক ‘প্রিয়জন’-এর শুটিং শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। নাটকের গল্পে শুভ ও তমা চরিত্রে দেখা যাবে তাদের। ‘প্রিয়জন’-এর গল্পে, শুভর পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। চাকরি না থাকায় বেকার শুভকে প্রায়ই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয়। হঠাৎ একদিন ট্রেনে পরিচয় হয় মেডিক্যালের ছাত্রী তমার সঙ্গে। এরপর প্রেম হয় তাদের। কিন্তু এই প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার বাধার মুখে পড়তে হয় শুভ ও তমাকে। ‘প্রিয়জন’ গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল।