বেঁচে ফেরা ৬ জন চমেকে চিকিৎসাধীন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে খৈয়াছাড়া ঝরনায় ঘুরতে গিয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন ৬ জন। তাদের ঠাঁই হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে। এরা হলেন মাইক্রোবাসের হেল্পার তৌহিদ ইবনে শাওন (২০), এসএসসি পরীক্ষার্থী তাসমির হাসান, শিক্ষার্থী মো. মাহিম, মো. সৈকত, জুনায়েদ কাউসার ইমন এবং তানভীর হাসান হৃদয়।
আহত ইমন বলেন, রেলক্রসিংয়ে কোনো ব্যারিকেড ছিল না। সেখানে গেটম্যানও ছিলো না। মাইক্রোবাস যখন একেবারে লাইনের ওপর উঠে যায়, ঠিক তখন খুব জোরে ট্রেনের হুইসেল শুনতে পাই। মুহূর্তেই ট্রেন আমাদের মাইক্রোবাসে ধাক্কা দেয়। এরপর অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। যেদিক দিয়ে ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দিয়েছে, তার উল্টো দিকে জানালার পাশে ছিলাম আমি। ট্রেনের গতি যখন কমে যায়, অনেকটাই থেমে গেলে জানালা দিয়ে আমি বেরিয়ে আসি। এরপর আশপাশের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

পূর্ববর্তী নিবন্ধফেরার পথে মহানগর প্রভাতী কেড়ে নিলো আরেক প্রাণ
পরবর্তী নিবন্ধরেললাইনে প্রাণ গেল ১১ জনের