বৃহস্পতিবারের মধ্যে দোকান খোলার সিদ্ধান্ত না এলে কর্মসূচি

দোকান মালিকদের মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের এক যৌথসভা গতকাল মঙ্গলবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে মানববন্ধনসহ যেসব কর্মসূচি নেয়া হয়েছিল, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি স্থগিত করা হয়।তবে বৃহস্পতিবারের মধ্যে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্ত না এলে কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম, সহ-সভাপতি আবদুল খালেক, মোজাম্মেল হক, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব, সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, আবুল কাশেম, বিপণী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সাগির, যুগ্ম সম্পাদক মো. শামশুদ্দিন আহমদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাছির উদ্দিন, আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, নাজিম উদ্দিন লিটন, তৌহিদুল আলম , রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সানমার ওশান সিটি শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহম্মদ চৌধুরী, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল উদ্দিন, আখতারুজ্জামান সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর, চট্টগ্রাম মিষ্টি ও বেকারি মালিক সমিতির সহ-সভাপতি এমএ ছবুর, রিয়াজউদ্দিন বাজার আর.এস রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছগীর মো. মানিক, বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী জানে আলম, তোজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেক্সাসে বাড়িতে ছয় বাংলাদেশির লাশ
পরবর্তী নিবন্ধকমছে নিত্যপণ্যের দাম