বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের কার্যকরি পরিষদের এক সভা সমিতির সহসভাপতি ডা. শকর কুমার ঘোষ এর সভাপতিত্বে ঈদগাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত সভার কার্য বিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোজাম্মেল হক শারিফী, মো. বদিউজ্জামান খাঁন ননী, হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, মো. এমদাদ হোসেন এমদাদ, এডভোকেট জহির হোসেন, মোহাম্মদ আলমগীর সরকার, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মো. দেওয়ান, মনসুর আলম, ও মনোরঞ্জন দাশ প্রমুখ। সভায় সমিতির কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।