আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা গত ১৪ মার্চ সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে দামপাড়াস্থ পুলিশ লাইন্স সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আঞ্জুমানের বহুতল ভবন নির্মাণ কাজ ত্বরাম্বিত করার জন্য ভিবিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং র্নিমাণাধীন বহুতল ভবনে একটি ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম হাসপাতাল’ র্নিমাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১০ এপ্রিল আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের ৪০তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। আঞ্জুমান চট্টগ্রাম কর্তৃক মেধাবৃত্তির আওতায় দুই জন মেধাবী ছাত্র বুয়েটের মো. নাঈমুল বাশার খান এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের মো. হাছানকে মেধাবৃত্তি প্রদান করা হয়। সভায় সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহ-সভাপতি সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সহ-সভাপতি মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও নির্বাহী সদস্য মো. আমির জাফর, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. মোজাহিদুল ইসলাম। আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ-সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), নিজাম উদ্দিন মাহমুদ হেসেন, মো. হরমুজ শাহ বেলাল, মোহাম্মদ ওসমান গণি, সৈয়দ মো. ফজলুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের সভা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক-পলিথিন নিষিদ্ধে আইন বাস্তবায়নের দাবি