কোয়ারেন্টাইন মুক্ত হয়ে শ্রীলংকা বধের প্রস্তুতিতে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ঈদের পরে দলের সবার উপস্থিতিতে লংকা বধের প্রস্তুতিটাও বেশ উৎসব মুখর হওয়ারই কথা ছিল। কিন্তু শেষতক তা আর হলো না। প্রায় দুই ঘণ্টাব্যাপী অঝোর ধারায় ঝরা বৃষ্টিতে অনুশীলনটা হলো ঢিলেঢালা। প্রবল বর্ষণে এক পর্যায়ে দিনের অনুশীলনই বাতিল করা হলো। মাঝপথে স্থগিত হওয়া আইপিএল থেকে গেল ৬ মে দেশে ফিরে রাজধানীর ভিন্ন ভিন্ন হোটেলে ১২ দিনের রুম কোয়ারেন্টাইন শেষে গত সোমবার রাতে বাসায় ফিরেছেন লাল সবুজের নন্দিত দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ফলে শ্রীলংকা সিরিজের আগে গতকাল মঙ্গলবারই ছিল দুজনের প্রথম দিনের অনুশীলন। তারা যোগ দিয়েছেন বিধায় গতকালই প্রথম পূর্ণ সদস্যের দলের অনুশীলনের কথা ছিল।
বেশ লম্বা সময় সাকিব এবং মোস্তাফিজ হোটেলের কামড়ায় আটকে ছিলেন বিধায় দুজনের অনুশীলনে ফেরাটা জরুরি ছিল। কিন্তু শেষ পর্যন্ত কারোরই ব্যাটে-বলে ঝালিয়ে নেয়ার সুযোগ হয়নি। সিরিজের সেরা প্রস্তুতি নিতে প্রথম দিন থেকেই ঝাঁপিয়ে পড়ার প্রয়াস থাকলেও টাইগারদের সে প্রচেষ্টায় জল ঢেলে দিল বেরসিক বৃষ্টি। বৃষ্টির দাপটে জাতীয় ক্রিকেট একাডেমির সেন্টার উইকেটে গড়াল না ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। এমনকি ফিটনেস ট্রেনিংয়েও ঘাম ঝড়াতে পারল না লাল-সবুজের যোদ্ধারা। কেবল ফুটবল ও কিঞ্চিৎ রানিংয়েই তুষ্ট থাকতে হলো। সাকিব আল হাসান অবশ্য মাঠে কিঞ্চিৎ রানিংয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জিমনেশিয়ামেও ফিটনেস নিয়ে কাজ করেছেন। এরপর যতবারই তিনি ও সতীর্থরা মাঠে নামতে উদ্যত হয়েছেন ততবারই বৃষ্টি বাঁধায় পিছপা হয়েছেন। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া অনুশীলন সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টির চোখ রাঙানিতে তা সন্ধ্যা সাড়ে ছ’টায়ই বাতিল করা হয়।