বৃষ্টির দিনে সমাদৃতা দত্ত পলক (৩১,৯৯৭) | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ বৃষ্টি পড়ে টাপুর টুপুর খিচুড়ি খেতে মজা প্রচুর, সঙ্গে খাব বেগুন ভাজা সন্ধ্যেবেলায় মজার খাজা। রাতের বেলা খাবো পায়েস পায়েস খেতে খুব যে আয়েশ, বৃষ্টি পড়ে ঝুম ঝুমা ঝুম আরাম করে যাবো যে ঘুম।