‘টুপটাপ বৃষ্টি’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সমরজিৎ রায়। গীতিকার আল-মাসুমের লেখা এ গানের সুর ও সঙ্গীতায়োজনও করেছেন সমরজিৎ। মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস) গানটি প্রকাশ করা হয়েছে। গানটির প্রোগ্রামিং করেছেন কলকাতার রণদীপ মানু; মিঙিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। খবর বিডিনিউজের।
শব্দগ্রহণে ছিলেন অজয় মজুমদার, ক্যামেরায় দৃশ্যধারণ করেছেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। শিল্পী সমরজিৎ রায় ভারতের নয়াদিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের শাস্ত্রীয় সঙ্গীতের সাবেক শিক্ষক।
২০১১ সালে তার হিন্দি গানের একক এলবাম ‘তেরা তসব্বুর’ ভারতের জিমা অ্যাওয়ার্ডে সেরা জনপ্রিয় অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়। তার সুর ও সঙ্গীত পরিচালনায় গান করেছেন কিংবদন্তী শিল্পী অনুপ জলোটা, হৈমন্তী শুক্লাসহ অনেকেই।