বুসান চলচ্চিত্র উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে দক্ষিণ এশিয়ার দাপুটে সাত নির্মাতার সাতটি চলচ্চিত্র। তারমধ্যে আছে মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। সোমবার ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত সাতটি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও এই পুরস্কারের জন্য লড়বে ফিলিপিন্সের বিখ্যাত পরিচালক ব্রিলান্ডে মেন্ডোজা, জাপানী পরিচালক নাওমি ওগিগামি এবং ভারতের অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’।
বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক কিম জি সুক। ২০১৭ সালে তার মৃত্যুর পর সম্মান জানিয়ে তার নামেই এই পুরস্কার দেয়া শুরু করে উৎসব কর্তৃপক্ষ। চতুর্থবারের মতো দেয়া হচ্ছে এই পুরস্কার। বিজয়ী সিনেমাটিকে অর্থমূল্য হিসেবে দেয়া হবে ১০ হাজার মার্কিন ডলার। ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হওয়ার দিনে ‘নো ল্যান্ডস ম্যান’ এর কেন্দ্রীয় চরিত্র নওয়াজউদ্দিন সিদ্দিকীর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। যা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাড়া পড়ে বেশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসালমান শাহর মৃত্যু মামলার নিষ্পত্তি হয়নি ২৫ বছরেও