বিয়ের ৭ মাস চার দিনের মাথায় বাসের ধাক্কায় মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বিয়ের ৭ মাস ৪ দিনের মাথায় প্রাণ হারাল সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবক। রবিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের সিএনজি পেট্রোল পাম্প এলাকায় পিছন থেকে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের ধাক্কায় সে নিহত হয়। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইয়াং ওয়ান গ্রুপের ১২ নম্বর ফ্লোরের প্রিন্ট সেকশনের সুপারভাইজার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যায় ইয়াংওয়ানে চাকরি শেষে পোষাক কারখানার বাসে করে বাড়িতে ফিরছিল সে। তখন গাড়ী থেকে নেমে রাস্তায় দাঁড়ালে অপর একটি শ্রমিকবাহী গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

কর্ণফুলী থানার উপসহকারি পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ‘বড়উঠানের পেট্টোল পাম্পের সামনের রাস্তায় একটি বাস পেছন থেকে সাইফুলকে ধাক্কা দিলে তিনি ছিঁটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যান। নিহত সাইফুল বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার জাকের আহমদের ছেলে। তিনি গত ১০ বছর ধরে বড়উঠান ইউনিয়নের খতিবপাড়া এলাকার নানার বাড়িতে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধমদের চালান আটকের ঘটনায় কাস্টমসের পৃথক ৫ মামলা
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে মাঠে নেমেছে : নাছির