বিয়ে পাগলরাই ছিল তাদের টার্গেট

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

রাউজানে প্রতারণার অভিযোগে এক ঘটক দম্পতিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, পাত্র-পাত্রীর খবর নিতে অনেকে ওই দম্পতির সাথে যোগাযোগ করতেন। এর মধ্যে বিয়ে পাগল পুরুষরা পাত্রীর সাথে কথা বলার আবদার করলে সে সুযোগ কাজে লাগায় ঘটক দম্পতি। পাত্রকে স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে প্রেমালাপে মত্ত রেখে টাকা আদায় করতেন স্বামী।
পুলিশ জানায়, সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার প্রবাস ফেরত মো. আজিজের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, আজিজের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়। দ্বিতীয়বার বিয়ে করতে তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের ঘটক ওকার উদ্দিনের (৩৮) শরণাপন্ন হন। তার অভিযোগ, পাত্রী খোঁজার নাম করে তার কাছ থেকে দফায়-দফায় টাকা নেয়া হয়েছে। তিনি জানান, সর্বশেষ ওকার উদ্দিন তাকে একজন টিনেজ মেয়ের খোঁজ পেয়েছেন বলে জানান। প্রয়োজনে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতে বলেন। প্রস্তাবে সম্মতি দিলে ঘটকের স্ত্রী সেলিনা আকতারের (৩০) ফোন নম্বর দেয়া হয় তাকে। এরপর আজিজ ফোনে প্রেমালাপে জড়ান। দীর্ঘদিন প্রতারিত হওয়ার পর আজিজ ঘটক দম্পতির ফাঁদ আবিস্কার করেন।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক হয়। কিন্তু প্রতারক দম্পতি আজিজের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে সর্বশেষ এ বিষয়ে আদালতে মামলা (নং ১১) হয়। গত বুধবার রাতে আটক করা হয় ওই দম্পতিকে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধব্যাটারি রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ