খ্রি.পূ.৭০ রোমের মহাকবি ভার্জিল-এর জন্ম।
১৫৪২ মোগল সম্রাট জালালুদ্দিন আকবরের জন্ম।
১৫৬৪ ফ্লেমিশ শারীরবিদ আন্দ্রিয়াস ভিসালিয়াসের মৃত্যু।
১৫৮২ ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেণ্ডার বা খ্রিস্টীয় সাল প্রবর্তিত হয়। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টাবর হয়ে যায়।
১৬০৮ ইতালীয় ভৌতবিজ্ঞানী, গণিতজ্ঞ এবং ব্যারোমিটারের উদ্ভাবক এভাঞ্জেলিস্তা তোরিচেলি-র জন্ম।
১৬৭৬ ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ভারতে ‘টাকা’ ও ‘পয়সা’ মুদ্রণের অনুমতি লাভ করে।
১৬৭৬ মোগল সম্রাট আওরঙ্গজেব বিজাপুর অধিকার করেন।
১৬৮৬ স্কট কবি অ্যালেন র্যামেজে-র জন্ম।
১৬৯০ ফ্লেমিশ চিত্রকার অ্যাডাম মিউলেন-এর মৃত্যু।
১৭৮৩ পিলাত্রে দ্য রোৎসির (ৗমড়ধণর) সর্বপ্রথম বেলুনে চড়ে আকাশে ভেসে বেড়ান এবং ২৫ মিনিট আকাশে অবস্থান করেন।
১৭৮৫ চিলির স্বাধীনতা সংগ্রামী ও প্রথম রাষ্ট্রপতি হোসে মিণ্ডয়েল কারেররা-র জন্ম।
১৮০৫ জার্মান চিত্রশিল্পী ভিলহেল্ম ফন কাউলবাখ্ -এর জন্ম।
১৮১৪ রুশ কবি মিখাইল লেরমন্তফের জন্ম।
১৮৪৪ জার্মান দার্শনিক ফ্রিড্রিখ্ ভিল্হেল্ম নিট্শে-র জন্ম।
১৮৬৫ ভেনেজুয়েলীয় লেখক আনদ্রেস ব্যায়ো-র মৃত্যু।
১৮৯২ সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়েরর জন্ম।
১৯১৫ প্রথম মহাযুদ্ধে বুলগেরিয়া অক্ষশক্তির সঙ্গে যোগ দেয়।
১৯১৭ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান গুপ্তচর লাস্যময়ী নর্তকী মাতাহারি ফরাসি সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯২৩ ইতালীয় লেখক ইতালো কালভিনো-র জন্ম।
১৯২৬ ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো-র জন্ম।
১৯৩৮ চিন্তাবিদ, প্রাবন্ধিক ও ওয়াকফ আইনের খসড়া প্রণেতা আবুল হুসেন-এর মৃত্যু।
১৯৪৬ জার্মানির নুরেনবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।
১৯৬১ খ্যাতনামা রাজনীতিক অতুলচন্দ্র ঘোষের মৃত্যু।
১৯৬৪ চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরামাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।
১৯৬৪ রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে শ্রমিক দল ক্ষমতায় আসে।
১৯৬৪ নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হন।
১৯৭২ নৃতাত্ত্বিক নির্মলকুমার বসুর মৃত্যু।
১৯৮৫ সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গরবাচভ অর্থনৈতিক সংস্কার নীতি ‘পেরেস্ত্রৈইকা’ (পুনর্গঠন) ঘোষণা করেন।