বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আগামী ৩ ডিসেম্বরে একযোগে সারাদেশে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার। করোনা ভাইরাস পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটায় ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সানী সানোয়ার বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার মাধ্যমে দেশে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাক্সিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিসই বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই ঘোষণার মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আশা করছি, সবাই আমাদের পাশেই থাকবেন। করোনার বড় ধাক্কা সামলে আবারও আমরা ফিরে যাবো সিনেমার সেই সুদিনে।
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধহলিউডের ৩৬ মিলিয়ন বাজেটের সিনেমায় প্রীতম
পরবর্তী নিবন্ধপাসওয়ার্ডের ঝামেলা থেকে মুক্তির ঘোষণা মাইক্রোসফটের