পাসওয়ার্ডের ঝামেলা থেকে মুক্তির ঘোষণা মাইক্রোসফটের

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাধারণ ব্যবহারকারীরা এখন চাইলে নিজস্ব অ্যাকাউন্ট থেকে সব পাসওয়ার্ড মুছে দিয়ে তার বদলে পরিচয় নিশ্চিতকারী আলাদা অ্যাপ বা অন্য সেবা ব্যবহার করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ক্রেতাদের জন্য পাসওয়ার্ডবিহীন অ্যাকাউন্ট সেবা চালু করেছে চলতি বছরের মার্চ মাসে। সম্প্রতি মাইক্রোসফট ও উইন্ডোজ সেবার সাধারণ ব্যবহারকারীদের জন্য সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে ওই মার্কিন সফটওয়্যার জায়ান্ট। বিবিসি জানিয়েছে, নিজেদের প্রায় শতভাগ কর্মী পাসওয়ার্ডবিহীন অ্যাকাউন্ট সেবা ব্যবহার করছে বলে দাবি করেছে মাইক্রোসফট। পাসওয়ার্ডবিহীন লগইন সেবা চালু করা থাকলে, মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহারকারীর আঙুলের ছাপ অথবা পরিচয় নিশ্চিত করার অন্য কোনো নিরাপদ পন্থা ব্যবহার করা যাবে। এই পদ্ধতিটি পাসওয়ার্ডের ব্যবহার থেকে অনেক বেশি নিরাপদ বলে দাবি করে আসছে মাইক্রোসফট। কেবল আপনিই আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করতে পারবেন অথবা মোবাইলে ঠিক সময়ে ঠিক প্রতিক্রিয়া জানাতে পারবেন- বলেছে মাইক্রোসফট। খবর বিডিনিউজের।
তবে পিন কোডের মতো দ্রুত লগইনের ফিচারগুলো উইন্ডোজ ক্রেতারা এখনও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিবিসি। ব্যতিক্রম হিসেবে অফিস ২০১০, এঙবঙ ৩৬০ কনসোল এবং উইন্ডোজ ৮.১ বা আরও পুরানো অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারের ক্ষেত্রে পাসওয়ার্ডের উপর নির্ভরশীলতা বজায় থাকবে। পরিচয় নিশ্চিতকারী অ্যাপ নিয়ে কোনো জটিলতা দেখা দিলে- যেমন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, অথবা আপগ্রেড করার সময় ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে ভুলে গেলে- জটিলতা সমাধানের উপায়ও বাতলে দিয়েছে মাইক্রোসফট।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’
পরবর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান ব্লুজ ফুটবল দলের অনুশীলন উদ্বোধন