লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। দলের ডিফেন্ডার মার্কিনিয়োসের মতে, বিশ্ব আসরের জন্য প্রস্তুতি তাদের দল। তবে সামনের পথচলায় আরও গুছিয়ে নিয়ে উন্নতির ধারা বজায় রাখতে চান তিনি। মার্কিনিয়োসের আশা, সময়ের সঙ্গে নিজেদের আরও শানিত করে বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা ফর্মে থাকবেন তারা। বলেন,‘আমরা প্রস্তুত। আমাদের শুধু কাজ চালিয়ে যেতে হবে। আরও কিছু ম্যাচ বাকি রয়েছে এবং আমরা এই ম্যাচগুলোতেও আমরা বরাবরের মতো নিবেদন দিয়েই খেলব। আমরা জানি দল নিয়ে ভাবার খুব বেশি সময় নেই, বিশ্বকাপ খুব দ্রুত চলে আসবে এবং আমরা উন্নতির ধারা বজায় রাখতে চাই, যেন বিশ্বকাপে যখন যাব, তখন যেন নিজেদের সম্ভাব্য সেরা ফর্মে থাকি।’ বাছাইয়ে ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল।