বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে আগামী ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে–মুক্ত আলোচনা, পুরস্কার বিতরণ, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, কন্যা শিশু দিবস উদযাপন, সুবিধাবঞ্চিত শিশু, অটিস্টিক শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, স্বাস্থ্য উপকরণ বিতরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলে আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানসহ মুক্ত আলোচনায় শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধি এবং এনজিও প্রধানদের উপস্থিত থাকার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।