কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামেও বিশ্ব মেডিটেশন দিবস গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রামের ৩০টি উন্মুক্ত পার্ক ও ঐতিহাসিক স্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মেডিটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দিবসটিকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগীয় শহরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নগরীতে দুপুর কাজীর দেউড়ির কাজী বাড়িতে প্রতিযোগিতার আসর বসে।
আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা সমন্বয় মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতাটি শুরু হয়। দুই গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন প্রা দুই শতাধিক শিশু-কিশোর। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সমাপনী বক্তব্য দেন, চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন।
লামা : কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার লামার ১০টি ভেন্যুতে উদযাপিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবসের বর্ণিল উৎসব। এতে অংশ নেন ২ হাজার ৪১৪ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ২০২১ সাল থেকে বাংলাদেশে এই দিবস উদযাপন করছে দেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা সেন্টারের উদ্যোগে সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার পুলিশ ফাড়ি ব্যাডমিন্টন মাঠ ও আন্ধারি জামালপুর স্কুল মাঠে ও লোহাগাড়ার শাহপীর স্কুলে উদযাপিত হয় মেডিটেশন দিবস। স্থানীয় অধিবাসীদের ১৬৪ জন এতে শামিল হন। প্রেস বিজ্ঞপ্তি।