২০২১-২০২২ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি খাত হতে বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন সিভাসুর ১৪ জন শিক্ষক।
গত ১৫ ডিসেম্বর ২০২১ বিজ্ঞান ও প্রযুক্তি মন্তণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সিভাসুর যে সকল শিক্ষকের প্রকল্প প্রস্তাবের অনুকূলে পিয়ার রিভিউ কমিটি কর্তৃক বিশেষ গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে সুপারিশ ও অনুমোদন করা হয়েছে তাঁরা হলেন- ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা সুলতানা, একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. হেলেনা খাতুন ও সহকারী অধ্যাপক মো. রেদোয়ানুর রহমান, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. শারমীন চৌধুরী ও প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, এনিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. মো. ইমরান হোসেন ও মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের প্রফেসর ড. মো. আহসানুল হক, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুল হাসান ও অধ্যাপক ড. শাহনেওয়াজ আলী খান, জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. আশুতোষ দাশ ও প্রফেসর ড. গউজ মিয়া, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী ও সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল আলীম। প্রেস বিজ্ঞপ্তি।