বিলুপ্তির পথে ২০ হাজারের বেশি উদ্ভিদ

জলবায়ু পরিবর্তন

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

দ্রুত গতিতে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ২০ হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ। মানুষের প্রয়োজনে লাগে না বলে এদের বেশ কিছু ইতোমধ্যেই বিলুপ্ত হয়েছে। আন্তর্জাতিক উদ্ভিদবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘প্ল্যান্টস পিপল প্ল্যানেট’ এ প্রকাশিত এক গবেষণাপত্রে এই খবর দিয়েছেন বিজ্ঞানীরা। ৮৬ হাজারেরও বেশি প্রজাতির ভাসকুলার উদ্ভিদ নিয়ে করা এক পরীক্ষায় গবেষকরা এমন ২০ হাজারেরও বেশি প্রজাতির হদিশ পেয়েছেন যারা গবেষণা চলাকালেই বিলুপ্ত হয়েছে বা বিলুপ্তির পথে। ফলে এরা ডারউইনের ‘যোগ্যতার জয়’ তত্ত্ব অনুযায়ী টিকে থাকতে পারবে না। হারিয়ে যাবে। গবেষকদের হিসাবে সাকুল্যে ৬ হাজার ৯১৩টি প্রজাতির উদ্ভিদ টিকতে পারে। জীবাশ্ম জ্বালানির মাত্রাছাড়া ব্যবহার ও উদ্বেগজনক হারে গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে বাড়ছে তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, বন্যা, অতিবৃষ্টি, খরা, টাইফুন, টর্নেডো, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো ঘটনার সংখ্যা ও তীব্রতা। যে পরিবেশ কোনো বিশেষ উদ্ভিদের বেঁচে থাকার পক্ষে আদর্শ, তার অভাব তৈরি হচ্ছে। হাজার হাজার প্রজাতির উদ্ভিদের দ্রুত হারে বিলুপ্তির নেতিবাচক প্রভাব পড়বে সমগ্র বাস্তুতন্ত্রের বন, বন্যপ্রাণ, জলজ জীবন ও পরিবেশের উপর। গবেষণা জানিয়েছে, চার্লস ডারউইনের তত্ত্ব মেনে এই পরিস্থিতিতে উদ্ভিদদেরও অস্তিত্ব রক্ষা করতে হলে সেই বদলে যাওয়া প্রকৃতি, পরিবেশ, জলবায়ুতে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। না হলে বদলে যাওয়া জলবায়ুর ধকল তাদের সইতে হবে। তা না পারলে ডারউইনের বিবর্তনবাদ মেনেই উদ্ভিদদের বিলুপ্ত হতে হবে। যার প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে বলে গবেষণাপত্রের দাবি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের সেনাবাহিনী নির্যাতন, হত্যাযজ্ঞ, যুদ্ধাপরাধ করছে : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধরুশ সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জেলেনস্কির