সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের দেওয়া শীতবস্ত্র পেয়ে মুখে হাসি ফুটেছে ফুটপাত ও স্টেশনের পাশে থাকা অসহায় ভাসমান মানুষের মুখে। গতকাল রাতে উপজেলার পৌর সদরের রেল স্টেশন এলাকায় অর্ধ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, জহিরুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, তালুকদার নির্দেশ বড়ুয়া ও জাহেদুল আনোয়ার চৌধুরী। ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, যে সকল মানুষ রাতে রাস্তায় ঘুমায় তারা কোন জনপ্রতিনিধির কাছ থেকে কোন অনুদান পান না। শীতে এই কম্বল তাদেরও একটু হলেও প্রশান্তি দেবে।
আনোয়ারা : আনোয়ারার বারখাইনে ১০ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু জাফর, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আবুল কালাম, আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান চৌধুরী, আলমগীর চৌধুরী, নুরুল আবছার মেম্বার, আবদুর রহিম, ইমরান খাঁন, মাহমুদুর রহমান ঝান্টু, মামুনুর রশীদ, খোরশেদ আলম হিরু, অরুফ দত্ত মান্না, আনিসুর রহমান, ঝোটন মজুমদার, মৃদুল দাশ, নুর মোহাম্মদ, মোশাররফ হোসেন, মো শামীম, আবদুল কাদের, মুজিবুর রহমান, নুরুল আবছার, রায়হান উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন দুলাল প্রমুখ।
বরকল : চন্দনাইশ প্রতিনিধি জানান, বরকল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৩ শ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি গত শুক্রবার সুচিয়া আদর্শ ক্লাব সংলগ্ন এলাকায় এসব কম্বল বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। দিলীপ মেম্বারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, মুবিনুল হক, ডা. কাজল বৈদ্য, ডা. অমল চক্রবর্ত্তী, অজিত ব্যানার্জী, জয় ভট্টাচার্য্য, নুরুল আলম, বেলাল হোসেন, আবদুল মুবিন, ঠিকাদার বাবুল, কামাল সিকদার প্রমুখ।
বটবৃক্ষ : ‘সচেতনতা ও পরিচর্যায় মাসিক স্বাস্থ্য’ শীর্ষক ভিন্নধর্মী ইভেন্টের আওতায় বটবৃক্ষ সামাজিক সংগঠনের উদ্যোগে গত ১০ জানুয়ারি শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন নগরীর ফিরিংগিবাজারস্থ উপলব্ধি ফাউন্ডেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘শীতবস্ত্র বিতরণ উৎসব ও সাংস্কৃতিক সভা’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অনিন্দ্য বৈদ্য সানি, শাওন আরাফাত। উদ্বোধক ছিলেন অমিত দে অভি। সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আলভী এবং সহ-সভাপতি রোহান উল ইসলামের উপস্থাপনায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় অতিথিদের বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং সবশেষে শীতবস্ত্র বিতরণ। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পৃথ্বীরাজ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রিতম, শায়ার, সুরাত, নীল, অরিত্রী, নওশিন, ইফতেখার, সুজয়, সৌরভ, তামিম, ফাইরুজ, জাওয়াদ, নীলিমা, সিহাম প্রমুখ।
এয়াছিনশাহ উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচ : রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৯৯ ব্যাচের পক্ষ থেকে শীতার্তদের দেড় শতাধিক কম্বল বিতরন করা হয়। গতকাল রোববার স্কুল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাচের প্রাক্তন ছাত্ররা। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, মুহাম্মদ জয়নাল, রবিউল হোসেন খোকন, বাবলা ভট্টচার্য্য, মুহাম্মদ আহমদ কবির, অসীম শীল, রিটন রায়, মুহাম্মদ জাবেদ প্রমুখ।
গাউছিয়া আজিজিয়া যুব সংঘ : আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর বার্ষিক ওরশ উপলক্ষে গতকাল রোববার শীতবস্ত্র বিতরণ করা হয়। গাউছিয়া আজিজিয়া যুব সংঘের উদ্যোগে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, উপাধ্যক্ষ আবদুল অদুদ আল-কাদেরী, সৈয়দ কামাল উদ্দিন, অধ্যক্ষ আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতী, মোহাম্মদ নুরুল আহসান লাভু চেয়ারম্যান, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দীন, মোহাম্মদ নুরুল আবেদীন জসিম, ্ব শাহ আলম, নুরুল ইসলাম, জসীম উদ্দিন তালুকদার, মুহাম্মদ সরোয়ার উদ্দিন মেম্বার, ইয়াছিন দুলাল, মুহাম্মদ মহিউদ্দিন, আবদুন নবী, আবদুচ ছমদ প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব রেনেসা : লায়ন্স ক্লাব অব রেনেসার উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারে শীতবস্ত্র, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গত ১৫ জানুয়ারি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. আতিউল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সভাপতি লায়ন নার্গিস আক্তার, লায়ন মোহাম্মদ আলী, লায়ন শান্তা বড়ুয়া, সুপর্ণা দাশ, শিক্ষক সুদীপ কুমার নাথ, কান্তা বড়ুয়া, সীমা ভট্টাচার্য, মো. নজরুল ইসলাম, রুপেশ,বড়ুয়া,বিপ্লব কুমার দে, মো. নুরুল আলম চৌধুরী প্রমুখ। এতে ৭০ জন পরিবারে কম্বল, একজন গৃহিনীকে সেলাই মেশিন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মাঙ বিতরণ করা হয়।
হিলফুল ফুজুল ব্লাড ব্যাংক : হাটহাজারী প্রতিনিধি জানান, হিলফুল ফুজুল ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গত শুক্রবার নগরীর জিইসি মোড়স্থ লায়ন্স চক্ষু হাসপাতালে লিও ক্লাব চিটাগং বন্ধনের হালিমা রোকেয়া হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আবদুল্লাহ আল নোমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শার নব-নির্বাচিত চেয়ারম্যান শাহেদুল আলম শাহেদ। উদ্বোধক ছিলেন মানবিক পুলিশ ইউনিটের প্রধান শওকত হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সিএমপি ইন্সপেক্টর এম এ মতিন। মুহাম্মদ নাজমুল হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কায়সার আলী চৌধুরী, লায়ন মোহাম্মদ আবুল খায়ের, মুহাম্মদ আবু হাসান, লিও আবদুল্লাহ আল মারুফ, চৌধুরী মোহাম্মদ জামান।
পণ্ডিত বঙ্কিম আচার্য্য : পণ্ডিত বঙ্কিম আচার্য্যের স্মরণসভা উপলক্ষে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার সদরঘাটস্থ বঙ্কিম চন্দ্র জ্যোতিষালয়ে অনুষ্ঠিত হয়। প্রয়াতের পুত্র জ্যোতিষ পণ্ডিত লিটন আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর নীলু নাগ। উদ্বোধক ছিলেন সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব দাশ। বাপ্পী দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কাঞ্চন আচার্য্য, মহানগর বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু, অসিত বরণ বিশ্বাস, সুজন বল, রিপন সিং অপু, আঁচল চক্রবর্তী, দীপ্তি রক্ষিত, মো. আরিফ, মো. মোস্তফা। অনুষ্ঠানে দুইশত অসহায় মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।