বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর : লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে ইপিজেড এলাকার আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম সুবিধা প্রাপ্ত প্রায় ১৫০ পরিবারের মধ্যে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের সভাপতি লায়ন পরেশ কুমার চৌধুরী, ক্লাব ডিরেক্টর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি, জয়েন সেক্রেটারি লায়ন কামরুল হুদা চৌধুরী, সহকারি সেক্রেটারি লায়ন মোজাম্মেল হক চৌধুরী, লিও ক্লাব সভাপতি সাইফুল ইসলাম।

সাতকানিয়ালোহাগাড়া উপজেলা : সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির ব্যক্তিগত অর্থায়নে সাতকানিয়া লোহাগাড়া উপজেলায় ২৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ও চুনতি ইউনিয়নে বিতরনের মাধ্যমে এম এ মোতালেব সিআইপির পক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

এই সময় আরো উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলার আবেদন
পরবর্তী নিবন্ধবান্দরবানে চুুরির অপবাদে মা-শিশুকে পেটালেন ইউপি চেয়ারম্যান