এম এ সালাম: হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ সময় তিনি ফতেয়াবাদ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদীয় বস্ত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। এই সম্প্রীতির ঐক্য বিনষ্ট করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত। বর্তমান সরকার প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে। সঞ্জয় ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, শিক্ষাবিদ অমর নাথ চৌধুরী, কাজী এনামুল হক, এস.এম মোরশেদ আলম চৌধুরী, ইকবাল বাহার, আলী নাসের চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, ইউসুফ সরোয়ার, এম. জাহাঙ্গীর আলম, ডা. ওমর ফারুক, লায়ন রিমন মুহুরী প্রমুখ।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর: বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে চাউল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় তিনি বলেন, প্রতিটা পৌরসভার প্রাণ হচ্ছে পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের কাজ এবং কর্মের মাধ্যমে পৌর এলাকার প্রতিটা অলি-গলি পরিষ্কার-পরিচ্ছন্ন। তাই তাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, মং মং সিং, মো. আলী, ওমর ফারুক, মো. সেলিম রেজা, দিপিকা রানী তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরা।
চারুলতার উপহার বিতরণ: সামাজিক সংগঠন চারুলতার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে শিশুদের মাঝে পূজার জামা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় রামকৃষ্ণ মিশনের লেলিন ত্রিপুরা, জয়প্রকাশ ত্রিপুরা, চারুলতার পক্ষে লক্ষীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল দেব, ডা. অভীক রায়হান, প্রকৌশলী রাজেন দে এবং মো. ইসলাইল বক্তব্য রাখেন।
কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়া: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. ওয়াসিম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন রনি, এস কে সাগর, সুজন মজুমদার, রাজীব, মাছুম, পান্না জলদাশ, শ্যামল দাশ, আশীষ দাশ, দোলন দাশ প্রমুখ।
পাথরঘাটা পূজা পরিষদ: পাথরঘাটা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে গত বুধবার মিলন শর্মা ফাউন্ডেশনের সহায়তায় বস্ত্র বিতরণ, নৃত্য ও সংগীত প্রতিযোগিতাদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও সুমন বিশ্বাঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রমনা কালী মন্দিরের প্রধান উপদেষ্টা মিলন শর্মা। এ সময় উপস্থিত ছিলেন সুভাষ দাশ রুপন, বিশ্ব কর্মা, রণি বিশ্বাস, পায়েল শর্মা, আকাশ সেনগুপ্ত, অচিন্ত্য দাশ, প্রথম দাশ, শিপন দাশ, সময় দাশ প্রমুখ।
লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম: শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হল, রাজাপুর লেইন, মোমিন রোড, হাজারী লেইন, দেওয়ানজী পুকুর পাড়সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, সাবেক সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, রত্নাকর দাশ টুনু, সেবক ফোরামের প্রফেসর রতন দাশ, প্রিয়তোষ ঘোষ রতন, প্রসেনজিৎ সরকার প্রমুখ।
ছনহরা ইউনিয়ন পূজামন্ডপ: পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে গত বুধবার পরিদর্শন শেষে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার। এ সময় উপস্থিত ছিলেন আবু ছালে, মো. এয়াকুব হোসেন, আনোয়ার সিকদার, পরিতোষ চৌধুরী, মো. মুরাদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দেওয়ানহাট দেওয়ানেশ্বরি কালি মন্দির: দেওয়ানহাট দেওয়ানেশ্বরী কালি মন্দিরে সর্বজনীন পূজা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ। বাবু তমাল শর্মা চৌধুরীর সভাপতিত্বে এবং সুজন পালের পরিচালনায় এ সময় আলোচনায় অংশ নেন সুকুমার পালিত, বিশ্বজিৎ মজুমদার জুয়েল প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি, রহিম দাদ খাঁন বাদশা, নাজমুল হাসান রুমি, ইয়াসিন ভুইয়া, সালামত উল্লা মানিক, মোবারক উল্ল্যাহ রিগ্যাল, রাশেদুল কাদের মাহিম।
এম. এ. লতিফ এমপি: এম. এ. লতিফ এমপির উদ্যোগে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১২, ১৩ ও ১৪ অক্টোবর তার নির্বাচনী এলাকার ১০টি ওয়ার্ডের ৪৭টি পূজামন্ডপে ১৫০০ শাড়ি বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া ও স্বাধীনতা নারী শক্তি নেত্রীবৃন্দ এম.এ. লতিফ এমপির পক্ষে উক্ত শাড়ি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালেহ আহম্মদ চৌধুরী, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল বারেক, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতাউল্লাহ চৌধুরী, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, হালিমা বারেক, শাহানাজ বেগম, মনিকা ভট্টাচার্য্য, সায়কা দোস্ত, শাহিনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা, পারভিন আক্তার, মোহছেনা আক্তার প্রমুখ।
শুলকবহর ওয়ার্ডে পূজামণ্ডপ পরিদর্শনে কাউন্সিলর মোরশেদ: ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলম। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সাবেক সভাপতি বিমল চন্দ্র বড়ুয়া, বর্তমান সভাপতি সাধন চন্দ্র নাথ, বাবুল দে, লিটন দাশ, বিশ্বজিৎ দে, যীশু নাথ, সজল দাশ, মিঠু চৌধুরী, সেন্টু কুমার দাশ, শুভাশিষ চৌধুরী, রাধা চৌধুরী, মিঠু দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদ: দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাতকানিয়ার নলুয়া শ্রী শ্রী রক্ষা কালিমন্দিরে বস্ত্রবিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দন দস্তিদার, প্রদীপ চৌধুরী, সন্তোষ রঞ্জন দাশ গুপ্ত, পরিমল দত্ত, সঞ্জয় সরকার, অরুপ সেন, শ্যামল দাশ রানা, অধ্যাপক পলাশ সেন, হারাধান দাশ, রাজন দেবনাথ, বিপ্লব দাশ, দিপ্তী বিশ্বাস, জুয়েল চৌধুরী, সুমিত শীল (টিপন), ডা. কৃঞ্চ দাশ, উজ্জ্বল কুমার দে, শিখা রাণী চৌধুরী, শিবলু কুমার দাশ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা কোন রকম গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দের সাথে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান।
খোরশেদ আলম সুজন: প্রকৃত ধর্ম অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার নগরীর গোসাইলডাঙ্গা, পতেঙ্গা, উত্তর ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন পূজামন্ডপসমূহ পরিদর্শন, বস্ত্র বিতরণ এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময়কালে উক্ত মন্তব্য করেন সুজন।
এ সময় তিনি বলেন ধর্ম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের বিপদে আপদে যথাসাধ্য সাহায্য করতে। আর এ কাজটিই যদি আমরা করতে পারি তাহলেই আমরা প্রকৃত অর্থে ধার্মিক হতে পারবো। একমাত্র ধর্মের মধ্যেই জীবনাচারণের সব আদর্শিক বিষয়গুলো উল্লেখ আছে। আর সেই ধর্মীয় চর্চার মধ্যেই জীবনের উৎকর্ষ সাধন করা সম্ভব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, হাজী মো. হোসেন, অ্যাডভোকেট মোহন লাল মহাজন, উত্তম শীল, সমীর মহাজন লিটন, সুজন শীল, সাজু মহাজন প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ: ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আদর্শ পাড়া পূজামন্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকবরের ব্যক্তিগত উদ্যোগে উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একে এম জাফরুল্লাহ চৌধুরী, শের ইসলাম বাবুল, দেবু দাস, বাবুল দাস, নটরাজ গুপ্ত, বাপ্পি দাস, উত্তম দাস, সাগর দাস, সুমন দাস, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলাল, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ সিরাজ, মো. মাসুম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মেহেদী প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ ও সাতকানিয়ায় তিন হাজার গরিব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে ঘুরে তিনি বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সরকারের কঠোর নজর রয়েছে। সরকার শুধু নজরদারি নয় সনাতন ধর্মালম্বী মানুষ যাতে ভালোভাবে তাদের প্রধান এ ধর্মীয় উৎসব পালন করতে পারে সে দায়িত্বও পালন করছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, এফ এম আতাউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাছির উদ্দীন টিপু, শহীদুল ইসলাম বাবু, আবদুল শুক্কুর, মাহাবুবুল আলম বাবুল, আবদুর রহিম, গাজী মো. সালাউদ্দিন, সাইফুর রহমান চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী প্রমুখ।
কোতোয়ালী থানা আওয়ামী লীগ: কোতোয়ালী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ কোতোয়ালী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য্য, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ আবছার উদ্দীন চৌধুরী, মাস্টার জসিম উদ্দিন, এডভোকেট উজ্জ্বল দাশ প্রকাশ জৈন, দিলীপ রুদ্র, আবু বক্কর, মো. ওমর ফারুক, উত্তম দাশ, ইমরুল করিম, দেবাশীষ রুদ্র, প্রকাশ ভৌমিক, মোস্তাকিম রাসেল, মো. মাঈনুল আলম, মো. রায়হান হোসেন চৌধুরী, মো. জাওয়াদ বিন মাহবুব প্রমুখ।
চট্টগ্রাম জেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশন: বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সভাপতি লায়ন রনধীর চৌধুরী ভুলনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার একটি টিম চট্টগ্রাম জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দগণ পূজা পরিদর্শনে আসা পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সংগঠক প্রকাশ পাল, চট্টগ্রাম জেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি লায়ন রিমন মুহুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাভ দাশ, সাংগঠনিক সম্পাদক লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী, দপ্তর সম্পাদক লায়ন পন্ডিত জুয়েল আচার্য্য, রোমেন দাশ প্রমুখ।
বড়লিয়ায় পূজা মণ্ডপ: শারদীয় দুর্গা পূজায় পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ খুরশিদ আলম। গত ১৩ অক্টোবর রাতে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বখতিয়ার উদ্দিন, গিয়াস উদ্দিন শরীফ, ইসমাইল শরীফ, আনিসুর রহমান আনিস, বাবলা দাশ, দোলন বিশ্বাস, মো. রফিকুল আলম, মো হোসেন, মো জাহাঙ্গীর আলম, স্বপন সুশীল, সুজিত দাশ, জনি দাশ, অজয় দাশ, সমির আর্চায্য, সন্জয় আচার্য্য, নারায়ন মল্লিক, সমির মল্লিক, মো রাসেল, মো শাহী ইমরান, ইসমাঈল, শফি, মো ইসহাক, মো শাহজাহান, মো. শওকত, মো. রবিউল, মো শফিউল, মো রুবেল, মো. শহিদ, মো. মোহন, মো বাবু, মো. সাহেদ।
অভয়মিত্রঘাট পূজা উদযাপন পরিষদ: দুর্গাপূজা উপলক্ষে অভয়মিত্র ঘাট পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক সুধীর দাশ, অমিত হোড় সম্ভু, সোনা মিয়া, উত্তম দাশ প্রমুখ।
হাটহাজারীতে ভারতীয় হাই কমিশনার: হাটহাজারী প্রতিনিধি জানান, ফতেয়াবাদ এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। তিনি গত বুধবার ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি সংঠনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অসহায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কল্যান পাল। প্রেস বিজ্ঞপ্তি।