চট্টগ্রাম বুয়েট ক্লাব : চট্টগ্রাম বুয়েট ক্লাবের উদ্যোগে ‘বুয়েটিয়ান ইফতার মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি নগরীর ফয়েজ লেক রোডে অবস্থিত গ্যালেরিয়ার এম্বিয়েন্স হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৩০০ জন বুয়েটিয়ান স্বপরিবারে মিলিত হন। অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন ব্যাচের স্বতঃফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও পিডিবি, বন্দর, পুলিশ, নেভি, কাস্টমস, আয়কর, প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ভারী শিল্প থেকে আসা প্রকৌশলীদের পরিবারসহ স্বতঃফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে বাড়তি আকর্ষণ এনে দেয়। আনন্দঘন এই আয়োজনটি বু বু ওয়ার্ল্ড কর্তৃক পরিবেশনকৃত ইফতার এবং নৈশভোজের মাধ্যমে সম্পন্ন হয়।
চকবাজার আইটি ক্যারিয়ার সল্যুশন : নগরীর চকবাজারে আইটি ক্যারিয়ার সল্যুশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজরুল ইসলাম সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নূর উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মীপস্ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাঈদুর রহমান পাভেল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. আকসাদুর রহমান, মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ মারুফ, অনন্যা অনু, মোহাম্মদ খাইরুল ইসলাম শামীম, ইমরান খান জিহান, মোহাম্মদ সাইম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মুরাদ ও মো. জালাল প্রমুখ।
শেখ রাসেল স্মৃতি সংসদ : শেখ রাসেল স্মৃতি সংসদ দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এন তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাফর আলম চৌধুরী।
বক্তব্য রাখেন চট্টগ্রাম আবু লাইছ, এম এ ওয়াজেদ, নুরুল আনোয়ার, মোঃ এমরান, আব্দুল হালিম, এনাম বাদশা, মোঃ আব্দুল্লাহ, গাজী তৈয়ব, কাজল, টিপু, তালেব, মোঃ কামাল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু বক্কর, ইমন, মহিম, নাঈম, ফাহিম, প্রমুখ। আলোচনা সভা শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কাউন্সিলর রুমকি সেনগুপ্ত : শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে আন্দরকিল্লা, দেওয়ান বাজার ও চকবাজার ওয়ার্ডের প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন রতন কান্তি দে, মিঠু শীল, কাজী নুরুল আবছার, তপতী সরকার, শিল্পী বড়ুয়া প্রমুখ।
চট্টগ্রাম (সিএন্ডএফ) ঐক্য পরিষদ : চট্টগ্রাম (সিএন্ডএফ) ঐক্য পরিষদের উদ্যোগে সিবিএ ২৩৪এর ত্রি বার্ষিক নির্বাচনে চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিল সফল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসেয়িশনের প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন রানা। বিশেষ অতিথি এফবিবিসিআইয়ের সদস্য মনিরুল ইসলাম, সোহেল বড়ুয়া, হাজী আনোয়ার, লায়ন ফয়সাল মিয়া, এডভোকেট সাজ্জাদুর রহমান বাচ্ছু। এতে সংবর্ধিত অতিথি ছিলেন জাকির হোসেন, নুরুজ্জামান রানা, বোরহান উদ্দিন বাহাদুর, মোঃ সেলিম, হারুন বাবর, এনামুল হক এনাম, মোবারক আলী, আলমগীর, জয়নাল আবেদিন মামুন, ফোরকান আজাদ, খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, হাসান মুরাদ, ফয়সাল নুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক আবু মনছুর, সঞ্চালনা করেন উদযাপন কমিটির সচিব সাদ্দাম হোসেন, অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আকবর, স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক বাবু রুপায়ন বড়ুয়া।
শিক্ষামন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি এর পক্ষ থেকে নগরীর শেখ মুজিব রোডস্থ চৌমহুনীতে রোজাধারদের মাঝে ইফতার বিতরণ।
ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন : ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাচাইকৃত সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা রমজান মাসের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন পটিয়া সেন্ট্রাল কলেজের উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাথেন চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইফতেখারুল ইসলাম, দৈনিক আজাদীর সহ–সম্পাদক জাকের আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহাম্মদ নেছারুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, এস এম নাজিম উদ্দীন, নুরুল আনসার, আরিফ উল্লাহ্, আবুল হাসনাত ইরফান, আয়াত উল্লাহ্ খান, বোরহান উদ্দিন তানভীর, মিজানুর রহমান প্রমুখ।
সিইউসিএজেএএর ইফতার মাহফিল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর ‘বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল’ সম্পন্ন হয়েছে। গত শনিবার ২ টা ৩০ মিনিট থেকে নগরীর জিইসি মোড়স্থ হোটেল দি পেনিনসুলা চিটাগং–এ আয়োজিত উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিইউসিএজেএএ–এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল। সভা পরিচালনা ও বিগত এক বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সিইউসিএজেএএ–এর সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর। এতে বিগত এক বছরের আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে প্রতিবেদনসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫ থেকে শুরু হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক ও চবির সাবেক শিক্ষার্থী আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার উদত ঝা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। সিইউসিএজেএএ–এর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক রওশন আক্তার। ইফতার মাহফিলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ ঢাকা–চট্টগ্রামের শতাধিক অ্যালামনাই সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
ছাত্রলীগ : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে নগরীর চৌমহুনী মোড়ে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ–সম্পাদক ও ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্রলীগের সহ–সভাপতি মোঃ রেজাউল করিম রিটন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, লিয়াকত আলী, মোঃ মঞ্জুর ইসলাম, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা সালাউদ্দিন দুলাল, মোঃ আজিজুর রহমান, মোঃ হেলাল, হাসান তারেক রাসেল, এস.এম তারেক মাহমুদ, ছাত্রলীগ নেতা মোঃ রায়হানসহ প্রমুখ।
শাকপুরা ইউনিয়ন যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে শাকপুরা ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো: ছাদেক হোসেন মেম্বারের সভাপতিত্বে ৩০ মার্চ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। রনি চৌধুরী মেম্বার ও সাইফুল ইসলাম টিপুর যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জনার্দন চৌধুরী রঘু, গিয়াস উদ্দীন সোহেল, যীশু চক্রবর্তী, আবদুল মোনাফ মহিন, তৌহিদুল ইসলাম, ডা. এমজাদ হোসেন টিপু, পুলক চক্রবর্তী, মো. মহিন, জালাল উদ্দীন ডালিম, মাসুদুল ইসলাম, শাহাদাত হোসেন রুবেল, শাহ জুমান চৌধুরী, জাহেদ, লব চক্রবর্তী, মো. জনি, শান্ত, সাব্বির, বাহার, বাপ্পু দাশ, ইফতেখার হোসেন অভি, কুতুব, মো. ছিদ্দিক, মো. ওসমান, সোহেল, মিজান প্রমুখ।
রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদ : গতকাল ২০ রমজান রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চকবাজার বালি আর্কেড মার্কেটস্থ কপার চিমনি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নছরুল্লাহ করিমের সঞ্চালনায় সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ এস এম এয়াকুবের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহছেন আল হোসাইনী। আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রসুলবাগস্থ বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ অধ্যাপক নুরুন্নবী ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম মনছুর আলী শাকিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের নিজাম উদ্দিন মনি, মোঃ হাবিবুল ইসলাম মামুন, কাজী মোহাম্মদ জসিম উদদীন, মোহাম্মদ শোয়েব, সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, নাজমুল হক মিঠু, জহির উদ্দিন বাবু, কেফায়েত উল্লাহ, ইমরুল ইসলাম ইমু ও শামসুল ইসলাম আলম প্রমুখ।
১৬নং চকবাজার ওয়ার্ড : শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর উদ্যোগে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। এসময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল হক মিন্টু, ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতান, মোহাম্মদ ইমরুল হাসান, মো. মহিউদ্দিন, বিপ্লব দে, সাইফুল ইসলাম রুবেল, অভিক দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, মো. ররিউল ইসলাম রাজু, নাসির উদ্দীন রিপন, সৌরভ উদ্দিন বাপ্পা, সানি মল্লিক প্রমুখ।
রাউজান প্রেসক্লাব : রাউজান প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌরসভা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি আনোয়ারুল ইসলাম। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আজাদ হোসেন, মাওলানা হাফেজ মো. কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ–সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ–সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ–সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য আরাফাত হোসাইন, রতন বড়ুয়া, রয়েল দত্ত। উপস্থিত ছিলেন জালাল উদ্দিন চুনচুন, সৈয়দ বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
পূর্ব নাসিরাবাদ : পূর্বনাসিরাবাদ সিএন্ডবি মুখ, সিডিএ এভিনিউ, ২নং ষোলশহর গেট, জিইসি মোড় গরীব উল্লাহ্ মাজার গেটসহ আশপাশের এলাকাতে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন ব্যবস্থাপনায় গত শনিবার রাতে এলাকাগুলোতে ২০০ শত ভাসমান কর্মহীন মানুষের মাঝে রান্না করা সেহেরি বিতরণ করা হয়। মোহাম্মদ মহসীন সেহেরি বিতরণকালে বলেন, রোজায় গরীব ভাসমান মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ সময় উপস্থিত ছিলেন আলমগির আলম, মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. সাইমুল চৌধুরী, মো. আজম খাঁন, মো. নোয়াব আলী, মো. জামশেদ, মো. মনিরুল ইসলাম প্রমুখ।
কচুয়াই ইউনিয়ন গাউসিয়া কমিটি : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে কচুয়াই ফারুকী পাড়া ঈদগাঁ মাঠে ইউনিয়ন কমিটির সভাপতি এনামুর রশীদ ফারুকীর সঞ্চালনায় ও নজরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আনোয়ারুল ইসলাম আলকাদেরী। সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রিয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি ছিলেন চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার, কমিটির দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীব উল্লাহ্ মাস্টার, মাহবুবুল আলম বি.কম, শহিদুল ইসলাম চৌধুরী শামীম, মুহাম্মদ নাঈম উদ্দীন, মো: জাকির হোসেন মেম্বার প্রমুখ।