বিভিন্ন উপজেলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বিএনপিজামাতের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংস রাজনীতি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন উপজেলায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী যুবলীগ : হাটহাজারী প্রতিনিধি জানান, বিএনপিজামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতির প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পৌরসদরস্থ বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকায় উপজেলা যুবলীগের আয়োজনে সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ

সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক

সম্পাদক এম. এ খালেদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সাহেদ সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মনজুর

আলম, ১নং দক্ষিণ পাহাড়তলীর সাবেক কাউন্সিলর তৌফিক আহম্মেদ চৌধুরী, আবু মো. ফোরকান, সাহেদুল হক খোকন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক মুহিব, আইয়ুব খান লিটন, শাহ আলম প্রমুখ।

বোয়ালখালী উপজেলা যুবলীগ : বিএনপি জামাতের সহিংস রাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান

রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সায়েম কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণজেলা যুবলীগের সহসভাপতি শাহাদাত কবির বাহাদুর, প্রধান বক্তা

ছিলেন দক্ষিণজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, হাশেম সিদ্দিকী, আবদুল মোনাফ মহিন, আরিফুল হাসান রুবেল, প্রদিপ দে, হাবিবুল্লাহ খান

সোহেল, নেজাম উদ্দিন মাস্টার, সহিদুল আলম, কাজী রাসেল, সরওয়ার আলম, আবুল মনছুর, জুয়েল ঘোষ, নুর মোহাম্মদ, সাইফুদ্দিন তালুকদার, মিজানুর রহমান বাপ্পি, বায়জিদ রাজু, জিশু দে, আসাদুজ্জামান হাসান, শাহাদাত হোসেন, লিটন বিশ্বাস, নাসিম চৌধুরী, শহিদুল ইসলাম, শেখ সাহেদ প্রমুখ। অনুষ্ঠানে

প্রধান অতিথি জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তা আজ সর্বমহলে প্রশংসিত হলেও বিএনপি জামাত দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তাদের নৈরাজ্য ও তাণ্ডব প্রতিহত করতে আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

কর্ণফুলী উপজেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, দেশব্যাপী বিএনপিজামায়াতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। গতকাল রবিবার উপজেলার ফকিন্নির হাট রাস্তার মাথায় এক বিক্ষোভ

সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও তারেক হাসান জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা মো. আবিদ হোসেন, উপজেলা

যুবলীগের সহ সভাপতি মো. জি এম আনু মিয়া, মো. শহীদ উল্লাহ্‌, সিরাজুল ইসলাম হৃদয়, শফিকুল কুদ্দুস মনি, মো. কফিল উদ্দিন, জিয়াউদ্দিন রিপন, মো. নাজের, মাসুদুর রহমান চৌধুরী, মো. সেকান্দার, সুমন মেম্বার, মো. মুছা, সাইফুল হাসান প্রমুখ। পরে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বিএবি সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে।

চন্দনাইশে যুবলীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে চন্দনাইশ সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ

মহিউদ্দীন। উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি ড. নাছির উদ্দিন জয়, মুরিদুল আলম মুরাদ, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার। বক্তব্য রাখেন মো.

শাহজাহান, হেলাল উদ্দীন চৌধুরী, জমির উদ্দীন, ফোরক আহমদ, লোকমান হাকিম, জিয়াউল হক জিরো, আনছারুল হক, আজিজুর রহমান আরজু, কাজি খোরশেদ, সাইফুল ইসলাম শিপন, মুজিবুর রহমান মুন্না, রবিউল হোসেন, জামশেদ মো. গউছ রিকন, ..ম হাসান চৌধুরী, মো. আরিফ, কাজী সাকিব

উদ্দীন শিমুল, জিল্লুর রহমান, মো. সায়েম, মাইনুল ইসলাম পুতুল, নাসির উদ্দিন, আবদুস ছবুর অপু, মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।

যুবলীগ : বন্দর পোর্ট কলোনি নতুন মার্কেট চত্বর থেকে সারাদেশে জামায়েতবিএনপির নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। ইমতিয়াজ বাবলার সভাপতিত্বে এবং ফরহাদ আবদুল্লাহ ও

মিজানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খ,ম এয়াকুব, জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, মো. আনিফুর রহমান লিটু, সফিউর রহমান টিপু, নুরনবী, মো.পারভেজ,এফ এ চৌধুরী বাদল, মো. লোকমান, জাহিদ হোসেন খোকন, মো. ইসমাঈল, দিদারুল আলম, সালাউদ্দিন, সোহেল রানা, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, সরওয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকম দামে মোবাইল কিনে বেশি দামে বিক্রি করে ওরা
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই