চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম হচ্ছে প্রকৃতির অনন্য সৃষ্টি। প্রকৃতিকন্যা চট্টগ্রামের উন্মুক্ত উদ্যান, সড়ক, ফুটপাত, মিড আইল্যান্ড ও গোলচত্বরসমূহকে সুশোভিত উপস্থাপনের জন্য হাতে নেয়া হয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধন প্রকল্প। প্রকৃতির সাথে সমন্বয় রেখে এর সৌন্দর্যবর্ধন কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীলতা ও বৈচিত্র্যময় চিন্তা-চেতনার। এইসব প্রকল্পের মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজায়ন করে নগরীকে তার চিরচেনা রূপে ফিরিয়ে আনতে হবে এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করতে হবে।
গতকাল বুধবার ষোলশহর বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র প্রকল্পের চলমান কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত করে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।