রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল আধুনিকায়ন করে চালু, গরীব-মধ্যবিত্তের জন্য রেশনব্যবস্থা চালুসহ ১৩ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার আন্দরকিল্লা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা কমিটির সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, জাহেদুন্নবী কনক, আসমা আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে দেশের মানুষের জীবন জীবিকা আজ বিপর্যস্ত। করোনাজনিত অর্থনৈতিক মন্দায় বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। অথচ কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে ২৫ টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়ে ৬০ হাজার শ্রমিককে বেকার করে দিয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে সরকার বেক্সিমকোকে মুনাফা লোটার সুযোগ করে দিয়েছে। একদিকে করোনাকালে সাধারণ মানুষের আয় ২০ শতাংশ কমে গিয়েছে, অন্যদিকে নতুন করে সাড়ে ৭ হাজার কোটিপতি তৈরি হয়েছে। বক্তারা বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।