এনজিও কর্মী পরিচয়ে চাঁদাবাজি, বোয়ালখালীতে নারীসহ দুজন আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা সদরে এনজিও কর্মী পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক সজল দাশগুপ্ত (৪৫) এবং মুক্তা চৌধুরী (৩০) নিজেদের এলিন নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিলেও পুলিশকে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুজনের মধ্যে সজল বোয়ালখালী সরোয়াতলীর ইউনিয়নের মৃত সমর দাশগুপ্তের ছেলে। অন্যদিকে মুক্তা একই ইউনিয়নের লিটন চৌধুরীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এনজিও কর্মী পরিচয়ে চাঁদা তোলার সময় স্থানীয় জনগণ এক পুরুষ ও এক মহিলাকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এনজিওর কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, আটক দুজন অনেক মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধশফি চৌধুরী