পটিয়া ও কর্ণফুলী উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিতে তারা স্ব স্ব কর্মী-সমর্থকদের নিয়ে হাজির হয়। সকাল ১১টা থেকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা কর্মী সমর্থক বেষ্টিত হয়ে আনন্দ উল্লাস, মিছিল স্লোগানে মুখরিত করে নিজ নিজ এলাকায় ফিরে যান। পটিয়ায় ১৭ ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র পদে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৪৬ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩৫ জন ইউপি সদস্য প্রার্থী। অপরদিকে কর্ণফুলী উপজেলায় প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে ২১৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ডে ১৭০ জন প্রার্থী মাঠে প্রচারণায় নেমেছে।
এদিকে পটিয়া ও কর্ণফুলীতে আ. লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা বেশ সরব রয়েছে। বিভিন্ন ইউনিয়নে জনমত জরিপে দল মনোনীত প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থীদের অবস্থান বেশ পাকাপোক্ত বলে মনে করছেন অনেক ভোটার। যার ফলে ভোটারদের প্রতিশ্রুতি ও আস্থার কারণে এ দুই ইউনিয়নে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের নির্দেশনা অমান্য করে নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। অনেকে সিনিয়র নেতাদের চাপ সামলাতে গা ঢাকা দিয়ে ও মুঠোফোন বন্ধ রেখে প্রত্যাহারের শেষদিন পার করেছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ জানান, প্রত্যাহারের শেষদিন অতিবাহিত হয়ে গেছে। বিদ্রোহীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বুধবার দক্ষিণ জেলার মিটিং রয়েছে। সেখানে তাদের বিষয়ে একটি সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে।